বরাবর,
জেলা প্রশাসক
........................
বিষয়: এসএ ১নং খাস খতিয়ানভূক্ত সম্পত্তি ক্যক্তি মালিকানায় রেকর্ড হওয়া প্রসঙ্গে ।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন-স্বাক্ষরকারী ...................... উপজেলার ............ ইউনিয়নের .............. গ্রামের একজন অধিবাসী। নিম্নতপশীল বর্ণিত সম্পত্তি আমরা পৈত্রিক সূত্রে ভোগ দখল করে আসিতেছি। উলেখিত সম্পত্তি ১নং খতিয়ানে থাকার কারণে আমাদের নামে আর এস রেকর্ড হয় নাই। এ প্রেক্ষিতে উলেখিত সম্পত্তি কিছু সংখ্যক অসৎ লোক তাদের নামে আর এস রেকর্ড করে লয় ।
এমতাবস্থায় , নিম্ন-তপশীল সম্পত্তি সরকারের সাবেক খতিয়ানে আনয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি হয় ।
তফশীল ভূমি
জেলা : উপজেলা : মৌজা : জেএল:
এসএ খতিয়ান আরএস খতিয়ান এসএ দাগ আরএস দাগ পরিমাণ
আপনার অনুগত
(রিহান তালুকদার)
পিতা: মৃত ...................
গ্রাম: ...........................
No comments:
Post a Comment