Tuesday, December 10, 2024

বদলীর আবেদনপত্র

 

তারিখ :  ‍১০/১০/২০২৪ খ্রিঃ    

বরাবর,
           জেলা প্রশাসক
            .....................


বিষয়:  বদলীর জন্য আবেদন 


মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ

মহোদয়,        

        যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ................ এ উপ প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত আছি। আমার বিধবা বয়োবৃদ্ধা মা প্রায়শ অসুস্থ থাকেন এবং তাঁকে দেখাশোনা করার মত কেউ নেই।  আম্মুর ঔষুধ কেনার জন্য প্রতিমাসে বেশ কিছু  টাকা ব্যয় হয়। এছাড়া আমার বাড়ী হতে অত্র কার্যালয় প্রায় ২৮ কিঃমিঃ দূরে অবস্থিত। এই অধিক দূরত্বের কারণে যাতায়াতও বেশ ব্যয়সাধ্য, যা আমার মত স্বল্প বেতনভোগীর পক্ষে কষ্টকর । আমার পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে আমার বদলী হওয়া খুবই প্রয়োজন। এমতাবস্থায়, আমি আপনার কার্যালয়ে বদলীর জন্য আবেদন করিতেছি।


           অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন দয়া করে আমার উর্পযুক্ত বিষয়টি সুবিবেচনা পূর্বক আপনার কার্যালয়ে বদলীর আদেশ দানে আপনার সদয় মর্জি হয়।


                                                                                                          আপনার একান্ত অনুগত
                         
                                                                                                         (মোঃ রিহান তালুকদার)
                                                                                                          উপ প্রশাসনিক কর্মকর্তা
                                                                                               উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
                                                                                                      ......................,   .................   
 

No comments:

Post a Comment