তারিখ : ১০/১১/২০২৪ খ্রিঃ
বরাবর
সহকারী কমিশনার
............. শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ...............
বিষয় : নৈমিত্তিক ছুটির জন্য আবেদন
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমার ব্যক্তিগত কারণে আগামী ১১/১১/২০২৪ তারিখে ০১ (এক) দিন নৈমিত্তিক ছুটি একান্ত প্রয়োজন । এমতাবস্থায়, ০১ (এক) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুরসহ কর্মস্থল ত্যাগের অনুমতির জন্য আবেদন করছি।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন এই যে, উপরোক্ত এক দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুরসহ কর্মস্থল ত্যাগের অনুমতি দানে আপনার সদয় মর্জি হয়।
আপনার একান্ত অনুগত
(মোঃ রিহান তালুকদার)
উপ প্রশাসনিক কর্মকর্তা
......... শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ..........
No comments:
Post a Comment