তারিখ: ১০/১১/২০২৪ খ্রিঃ
বরাবর,
জেলা প্রশাসক
.......................
মাধ্যম: যথাযথ কর্তপক্ষ
বিষয়: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভাগীয় অনাপত্তিপত্র প্রদানের জন্য আবেদন ।
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার কার্যালয়ের ....... শাখায় উপ প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত আছি। আমি সমন্বিত সরকারি ব্যাংকের জেনারেল অফিসার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি । এমতাবস্থায়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভাগীয় অনাপত্তিপত্র বিশেষ প্রয়োজন ।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন এই যে, আমাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে বিভাগীয় অনাপত্তিপত্র প্রদানে আপনার সদয় মর্জি হয়।
আপনার একান্ত অনুগত
(মোঃ রিহান তালুকদার)
উপ প্রশাসনিক কর্মকর্তা
......... শাখা, জেলা প্রশাসকের
কার্যালয়, ..........
সংযুক্তি :
1. এডমিট কার্ডের ফটোকপি
2. রেজাল্ট শিটের ফটোকপি
No comments:
Post a Comment