Tuesday, December 10, 2024

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভাগীয় প্রদানের জন্য আবেদন অগ্রগামীকরণ প্রসংগে


 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, ...........
............. শাখা



স্মারক নম্বর :                                                                                                                  তারিখ :                  


বিষয়: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভাগীয়  প্রদানের জন্য আবেদন অগ্রগামীকরণ প্রসংগে
 

সূত্র:  জনাব মোঃ রিহান তালুকদারউপ প্রশাসনিক কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত আবেদনপত্র

      

       উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র কার্যালয়ে ........ শাখায় কর্মরত জনাব মোঃ রিহান তালুকদার সমন্বিত সরকারি ব্যাংকের জেনারেল অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন । তিনি উক্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে বিভাগীয় অনাপত্তিপত্র প্রাপ্তির জন্য একখানা স্ব-ব্যাখাত আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করেছেন ।

০২।   বর্ণিতাবস্থায়, পদধারীর আবেদনপত্র ও অন্যান্য কাগজাদি মহোদয়ের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত সুপারিশসহ এতদসঙ্গে  অগ্রগামী করা হলো।




 সিনিয়র সহকারী কমিশনার     
ফোন: ...............................
 ই-মেইল:  .................@gmail.com




জেলা প্রশাসক, ..................         


অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো:
১। জনাব মোঃ রিহান তালুকদারউপ প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, ...............
২। অফিস কপি।

 

No comments:

Post a Comment