Tuesday, December 10, 2024

বিসিএস সহ অন্যান্য সরকারী চাকুরীর পরীক্ষায় আবেদন ও অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন

 তারিখ:  ...../..../২০২৪ খ্রিঃ

বরাবর
জেলা প্রশাসক
..................

বিষয়: বিসিএস সহ অন্যান্য সরকারী চাকুরীর পরীক্ষায় আবেদন ও অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন   


মহোদয়,

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার কার্যালয়ের ........ শাখায় উপ প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত আছি। আমি বিসিএস সহ অন্যান্য সরকারী চাকুরীর পরীক্ষায়  আবেদন ও অংশগ্রহণ করতে ইচ্ছুক। এমতাবস্থায়, বিসিএস সহ অন্যান্য সরকারী চাকুরীর পরীক্ষায় আবেদন ও অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন করছি ।

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন এই যে, আমাকে বিসিএস সহ অন্যান্য সরকারী চাকুরীর পরীক্ষায় আবেদন ও অংশগ্রহণের অনুমতি দানে আপনার সদয় মর্জি হয়।







                                                                                                          আপনার একান্ত অনুগত
                         
                                                                                                           (মোঃ রিহান তালুকদার)
                                                                                                          উপ প্রশাসনিক কর্মকর্তা
                                                                                        ......... শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ..........

 

No comments:

Post a Comment