Wednesday, December 11, 2024

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান

পৃখিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম দেশ । এর তিন দিকে ভারত এবং এক দিকে জল রাশি দ্বারা পরিবেষ্টিত। এখানকার বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি, অনেকনেদ-নদী, বঙ্গোপসাগরের অবস্থান, ঋতুভিত্তিক পরিবর্তিত জলবাযু নানান বৈচিত্রতা আনয়ন করছে ।


বাংলাদেশের ২০°৩৪´ উত্তর থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ পূর্ব থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। সুতরাং বলা যায় যে, বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধ ও পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত ।

পূর্ব-পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কিমি এবং উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিমি। বাংলাদেশের কর্কটক্রান্তি (২৩°৫০´) অতিক্রম করেছে ।

চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার উপর এ রেখা অতিক্রম করেছে।

শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও বরগুনা জেলার উপর দিয়ে অতিক্রম করেছে ৯০° দ্রাঘিমা রেখা

ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে অবস্থিত ।

বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা, কুচবিহার, আসাম ও মেঘালয় রাজ্য অবস্থিত ।

বাংলাদেশের পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণ-পূর্বে মায়ানমার অবস্থিত, পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।

বাংলাদেশের ভূখন্ডগত বিস্তৃতি ১৪৭৫৭০ বর্গ কিমি বা ৫৬৯৭৭ বর্গমাইল

বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল

ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৪১৫৬ কিমি এবং মায়ানমারের সাথে ২৭১ কিমি

No comments:

Post a Comment