তারিখ :
বরাবর
ম্যানেজার
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
............................. শাখা।
বিষয় : এটিএম কার্ড বন্ধের জন্য আবেদন ।
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার শাখার একজন গ্রাহক। আমার সঞ্চয়ী হিসাব নম্বর হল: ....................। আমি এই অ্যাকাউন্টে লেনদেন সম্পন্ন করার জন্য একটা এটিএম কার্ড নিয়েছিলাম । কিন্তু এখন এই কার্ডটির প্রয়োজন নেই। বিধায় আমি এই কার্ডটা বন্ধ করে দিতে চাই ।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন দয়া করে আমার আবেদন মঞ্জুর করতঃ এটিএম কার্ড বন্ধ করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।
আপনার বিশ্বস্ত
(মোঃ রিহান তালুকদার)
মোবাইল: ............................. হিসাব নম্বর: .........................
No comments:
Post a Comment