Sunday, December 22, 2024

ভূ-রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও এর ঝুঁকি সমূহ

১৯৭১ সালে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্র অভ্যুদয় হয় সেটি বাংলাদেশ । দক্ষিণ এশিয়ায় এ দেশটির অবস্থান ভৌগোলিক কৌশলগত একটি গুরুত্বপূর্ণ স্থানে । দেশটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত হলেও দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দেশটির কৌশলগত অবস্থানের কারণে ভূ-রাজনৈতিক যেমন গুরুত্ব রয়েছে, তেমনি কিছু ঝুঁকিও রয়েছে।


কৌশলগত অবস্থান:
বাংলাদেশ তার ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে ভূ-রাজনীতিতে অত্যধিক তাৎপর্য অবস্থানে রয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।

ভৌগোলিক অবস্থান:
দক্ষিণ এশিয়ার দেশটির দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর যা রাজনীতিতে বাংলাদেশকে যেমন করেছে তাৎপর্যপূর্ন, তেমনী অর্থনীতির অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে । সরাসরি নেপাল, ভুটান ও চীনের সঙ্গে সীমানা না থাকলেও বাংলাদেশর ভূ-খন্ড থেকে দেশগুলোর দুরত্ব যথাক্রমে ২০, ৫০ ও ৬০ কিমি যা বাংলাদেশের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ ।

ভারত মহাসাগর:
বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি সংযোগ থাকলেও ভারত মহাসাগরের সঙ্গে নেই। তবে শুধু ভারতের মাধ্যমেই এ বিশাল মহাসাগর বাংলাদেশ সহজে রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন কার্যক্রম চালাতে পারে- যেটি ভূ-রাজনীতিগতভাবে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করেছে। এক্ষেত্রে Alfred Mahan বলেছেন –
যে রাষ্ট্রটি সমুদ্র নিয়ন্ত্রন করতে পারবে সে রাষ্ট্রটি বিশ্ব নিয়ন্ত্রন করবে । এতে অনুমেয় ভূ-রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ।

স্থল সীমানা:
বাংলাদেশের প্রায় তিনদিকে রয়েছে ভারত। যেটি বাংলাদেশের জন্য একটি অপার সম্ভাবনার কারণ কেননা বাংলাদেশে দক্ষিণ এশিয়ার নেতৃস্থানীয় ভারতের সঙ্গে যেকোন সীমান্ত দিয়ে দ্রুত যোগাযোগ করতে পারে। সেটি হতে পারে রাজনীতি, অর্থনীতি বা কৌশলগত কারণে। আবার মায়ানমারের সঙ্গে রয়েছে বাংলাদেশের সরাসরি স্থল সীমানা যেটির মাধ্যমে তাদের সঙ্গেও আমরা এমন যোগাযোগ করতে পারি সহজে।

সেভেন সিস্টারস :
বিশ্ব রাজনীতিতে সাত বোন খ্যাত ভারতের উত্তরাঞ্চলের ৭ টি রাজ্যের মাধ্যমেও আমরা ভারতের সঙ্গে আমাদের কৌশলগত অবস্থানকে আরো সুদৃঢ় করতে পারি। আরতের মূল ভূ-খন্ড থেকে এ রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ করা অতি সহজ। রাজ্যগুলো হল: আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল ও মেঘালয়।

প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রের সঙ্গে অবস্থান :
বাংলাদেশ ভারত, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার সন্ধিস্থলে দাঁড়িয়ে ভারত মহাসাগরের প্রান্তস্থ রাষ্ট্র হিসেবে ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে।

সার্ক ও বিসসাটেক :
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রভাবশালী আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থায় যেমন গুরুত্বপূর্ণ অবস্থান তৈরী করেছে, তেমনি দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগকারী সংস্থা বিমসাটকেও গুরুত্বপূ অবস্থান করেছে। এছাড়া দেশেটি BBIN, BCIM এর মতো সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য।

ঝুঁকিসমূহ:
কৌশলগত অবস্থানের কারণে যেমন ভূ-রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব রয়েছে, তেমনি ঝুঁকিও রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

রোহিঙ্গা:
ভৌগোলিক কারণে বাংলাদেশ ও মায়ানমার দুটি প্রতিবেশী রাষ্ট্র । মায়ানমারের মুসলিম অধ্যুষিত রাজ্য রাখাইনে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জাতির সিধন চলছে। সঙ্গত কারণে রোহিঙ্গারা আমাদের দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। এই বিশাল সংখ্যা আমাদের অর্থনীতিতে যেমন চাপ সৃষ্টি করছে, তেমনি মায়ানমারের সাথে আমাদের সম্পর্ককে তিক্ত করেছে। যেটি আমাদের জন্য এই মুহুর্তে নিরাপত্তার জন্য হুমকি।

সাতরাজ্য:
ভারতের সাত বোন খ্যাত রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখন্ডের রাজনৈতিক সম্পর্ক অতি তিক্ত। ফলে দীর্ঘদিন ধরে এ অঞ্চলগুলোতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং রাজ্যগুলো মাঝে মাঝেই স্বাধীন হওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ দেখা দিলে বাংলাদেশের জন্য নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাবে।

তিনদিকে ভারত:
বাংলাদেশের তিনদিকে ভারতের অবস্থানের কারণে বাংলাদেশ কিছুটা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। কারণ ভারত অতি সহজে সকল দিক দিয়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করতে পারে।

পারমাণবিক শক্তি:
বিশ্বের পারমাণবিক ক্ষমতাধর দেশগুলোর মধ্যে দুটি দেশ ভারত ও পাকিস্তান। যে দেশ দুাটি আমাদের প্রতিবেশী । দেশ দুটির সঙ্গে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত সমীকরণ রয়েছে। দেশ দুটি রাজনীতি, অর্থনীতি, ধর্ম, সমরনীতি, খেলাধুলা পর্য়ন্ত প্রায় সকল ক্ষেত্রে বিশ্বে চিরপ্রতিদ্বন্ধী দেশ হিসেবে পরিচিত। সবসময় দেশদুটির মধ্যে যুদ্ধাংদেহী মনোভাব পরিলক্ষিত হয়। এমন পরিস্থিতি বাংলাদেশের জন্য নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করে।

সুতরাং উপর্যুক্ত বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব।


No comments:

Post a Comment