বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সংকট হলো রোহিঙ্গা সংকট। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি এবং আরাকান সরকারের মতে রোহিঙ্গারা বাংলাদেশী । কিন্তু ঐতিহাসিকভাবে এটা সত্য যে, রোহিঙ্গারা মিয়ানমারের আরাকানের উত্তরাঞ্চলের স্থায়ী অধিবাসী। কিন্তু তারপরও অর্ধশতাব্দি ধরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ ইন করেছে। হাজার বছর ধরে মিয়ানমারে বাস করে আসা রোহিঙ্গারা ২০১৭ সালের মাঝামাঝি জাতিগত নিপীড়নের শিকার হয়।
রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশ:
মিয়ানমারের ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে ১৯৭৮ সাল থেকে রোহিঙ্গারা প্রতিবেশী বাংলাদেশে আসা শুরু করে। ২৫ আগস্ট ২০১৭ থেকে মিয়ানমার সেনাবাহিনী ও জাতিগত রাখাইনরা দেশটির রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে যে সামরিক অভিযান ও গণহত্যা শুরু করে, তার নামকরণ হয় অপারেশন ক্লিয়ারেন্স’ । বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, এতে প্রাণ হারায় প্রায় ৬৭০০ রোহিঙ্গারা এবং শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৬৫০০০ রোহিঙ্গারা । সর্বশেষ ঢলের মতো চলে আসা শরণার্থীসহ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা সাড়ে এগারো লাখ যা রোহিঙ্গাদের মূল বাসভূমি রাখাইনদের চেয়েও বেশি।
সৃষ্ট সংকট:
• আর্থ সামাজিক সংকট
• রাজনৈতিক সংকট
• অর্থনৈতিক সঙকট
• সামাজিক সমস্যা
• পরিবেশগত সমস্যা
• আইন-শৃংখলার অবনতি
• দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সম্পর্কের অবনতি
• বাংলাদেশে নারী ও শিশু পাচার
• যৌন অপরাধ
• সন্ত্রাশ
• স্বাস্থ্য ঝুঁকি
• আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ
No comments:
Post a Comment