Thursday, January 16, 2025

সরকারী ব্যাংকে অফিসার পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে দলিলাদি জমাদানের জন্য আবেদন

 তারিখ :  ১৯/০১/২০২৫ খ্রিঃ    

বরাবর
            পরিচালক (বি এস সি এস) ও সদস্য সচিব
            ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়
            বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা

বিষয় :  সমন্বিত ১০ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের   মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে দলিলাদি জমাদান প্রসঙ্গে



মহোদয়,
          যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ রিহান ইসলাম গত ১৯/০৪/২০২৪ খ্রিঃ তারিখে আপনার দপ্তর কর্তৃক অনুষ্ঠিত সমন্বিত ১০ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি । গত ২৫/১১/২০২৪ খ্রিঃ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর ১৮৪/২০২৪ এ বর্ণিত নির্দেশনা মোতাবেক আমার আবেদনের সমর্থনে সংশ্লিষ্ট প্রামাণিক দলিলাদির সত্যায়িত ফটোকপি আপনার সদয় বিবেচনার নিমিত্তে পেশ করছি।

           অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন এই যে, আমার যাবতীয় প্রামাণিক দলিলাদি গ্রহণ করে আমাকে নিয়োগ পরবর্তী ধাপে অংশগ্রহণের  অনুমতি প্রদানে আপনার সদয় মর্জি হয়।



বিনীত নিবেদক
স্বাক্ষর :
সিভি আইডি :
রোল নম্বর    :


সংযুক্তি:
1.    সদ্য তোলা ০৩ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি
2.    লিখিত পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি
3.    সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি
4.    স্নাতক এর নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি
5.    নাগরিক সনদের সত্যায়িত ফটোকপি



No comments:

Post a Comment