বাংলাদেশের এর ন্যায় আঞ্চলিক জোট; এর ন্যায় শক্তিশালী অর্থনৈতিক জোট, বর্তমান বিশ্বে আলোচিত উদীয়মান অর্থনীতির দেশ চীন ও ভারত এবং দক্ষিণে বিশাল জলরাশি বঙ্গোপসাগরের মতো অবস্থানিক প্রপঞ্চকের মধ্যে অবস্থিত, যা তাকে আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে সবিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে।
অন্যদিকে একটি রাষ্ট্রের পরম অবস্থান, সমুদ্র উপকূলবর্তী অবস্থান, সাময়িক কৌশলগত অবস্থান, সন্নিহিত অবস্থান সুসংহত হলে সেই রাষ্ট্রের প্রভাববলয় বেড়ে যায়, যা ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের ব্যাবসায়-বাণিজ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের গতি দ্রুত বাড়িযে দেওয়ার সম্ভবনা রাখে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সুবিধাগুলৈা নিম্নরুপ:
• ব্যবসা বাণিজ্যের সুবিধা: দক্ষিণে সুবিস্তৃত সমুদ্র বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়াসহ যেকোন দেশের সাথে বাণিজ্যিক সুবিধা এনে দিয়েছে। তাই বাংলাদেশ সহজেই বৃহৎ রাষ্ট্রগুলৈার সাথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সুসস্পর্ক রক্ষা করে চলতে পারছে।
• উর্বর ভূমি: দেশের উত্তরে সুবিস্তৃত হিমালয় পর্বতশ্রেণী থেকে উৎপন্ন বিভিন্ন নদ-নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। এসব নদ-নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে । এসব নদ-নদী বিপুল পরিমাণে পলি বয়ে নিয়ে যা দেশের ভূমিকে করেছে উর্বর । আর এ উর্বর জমিতেই সহজে উৎপন্ন হয় বিভিন্ন ফসল যা দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে নিয়ে এসেছে ।
• ভারতবেষ্টিত : বাংলাদেশের তিনদিকে বৃহৎ রাষ্ট্র ভারতের অবস্থানগত কারণে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুষ্ঠু রাখা যায়। বাংলাদেশের এ অবস্থানগত কারণে ভারত বাংলাদেশবে গুরুত্ব দিয়ে থাকে । কারণ, বাংলাদেশের উপর দিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের যাওয়া আসা বা উন্নয়ন নির্ভর করে।
• কৌশলগত অবস্থান: তিনদিক দিয়ে ভারতবেষ্টিত হওয়ার পর দক্ষিণে বঙ্গোপসাগর থাকার কারণে বাংলাদেশের কৌশলগত অবস্থান অনেক বৃদ্ধি পেয়েছে। এর একদিকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্য দিকে পশ্চিম এশিয়া ও মধ্য প্রাচ্য । এহেন কারণে বাংলাদেশ খুব সহজেই বাইরের দৃষ্টি আকর্ষন করে থাকে। বিশেষ করে এ কারনে যুক্তরাষ্ট্রের আরও অনেক শক্তিধর দেশের নজর রয়েছে বাংলাদেশের উপর।
• সমভাবাপন্ন জলবায়ূ : বাংলাদেশের ২০°৩৪´ উত্তর থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশে আবস্থিত। দেশের মাঝখান দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা । এর ফলে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। অক্ষাংশীয় অবস্থানের দিক দিয়ে মাঝামাঝি হওয়ায় এদেশের জলবায়ু সমভাবাপন্ন।
No comments:
Post a Comment