Saturday, December 14, 2024

বাংলাদেশের ভূপ্রকৃতিতে বরেন্দ্র অঞ্চল এবং বরেন্দ্র জাদুঘরের গুরুত্ব

বরেন্দ্র প্রাপ্ত প্রত্ননিদর্শন থেকে যে, মৌলিক তথ্য সমূহ পাওয়া যা বিশ্লেষণ করলে আদিমকালে বাংলাদেশসহ সন্নিহিত অন্য অঞ্চলগুলোর আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক ইতিহাস এবং প্রাচীন বাংলার ধর্মীয় , অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়। যেমন: 

মহাস্থান বাক্ষ্মীলিপি (বাংলার মৌর্য শাসনের সাক্ষ্য)
দামোদার পুরের গুপ্ত শাসনাবলী ( বাংলার গুপ্ত শাসনের প্রমাণ)
খালিমপুর তাম্রশাসন (বাংলার মাৎস্যান্যায় এবং তার পরবর্তী গণতান্ত্রিক বিধি বিধানের সাক্ষ্য)

এছাড়া গরুড় ও কৈর্বত স্তম্ভ, বৌদ্ধ ও জৈন বিহারের ধ্বংসাবশেষ – যার মধ্যে বিশেষ করে রয়েছে জগৎ বিখ্যাত পাহাড়পুর, সীতাকোট ও ভাসুবিহার, বৌদ্ধ ও জৈন ধর্মের প্রতিনিধিত্বকারী অসংখ্য ভাস্কর্য, অসংখ্য প্রাচীন দুর্গ নগরী-যার মধ্যে রয়েছে পুন্ড্রনগরী বা মহাস্থানগড় যাকে কেন্দ্র করে হাজার হাজার বছর ধরে বাংলাসহ এতদ অঞ্চলের ইতিহাস আবর্তিত হয়েছে, অসংখ্য প্রাচীন মন্দির, মসজিদ, জলাশয় এবং অন্যান্য উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলোকে কেন্দ্র করে বাংলার ইতিহাস গঠিত বা পুনরাগঠিত হয়েছে তার সিংহভাগই বরেন্দ্র অঞ্চল থেকে আহরিত হয়েছে।

বাংলাদেশের ভূপ্রকৃতি ও ভূতাত্ত্বিক সংগ্রহের নিদর্শনের দিক দিয়ে বরেন্দ্র অঞ্চল ও বরেন্দ্র জাদুঘর বিশেষ গুরুত্ব বহন করে।

কৃষিতে বরেন্দ্র অঞ্চলের গুরুত্ব:
যদিও বরেন্দ্র অঞ্চলের মাটিতে জৈব পদার্থের পরিমাণ খুব কম এবং শুকনো অবস্থায় মাটি খুব শক্ত, তবুও যথাযথভাবে সবুজ সার সংস্থান করার মাধ্যমে এই অঞ্চলে গম, ছোলা, মসুর, সরিষার মহো ফসল এখানে উৎপাদন করা যায়। এ অঞ্চলে প্রচুর ফলের বাগান তৈরী হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আম, লিচু, কুল, পেয়ারা, । পুষ্টির ডিনামাইট খ্যাত বারো মাসি সাজিনা গ্রামের রাস্তার ধারে যত্ন ছাড়াই বেড়ে উঠে।

খনিজ সম্পদ:
বঙ্গীয় অববাহিবার প্রি-ক্যাম্ব্রিয়ান ইন্ডিয়ান প্লাটফর্মের উপর সুস্থিত হওয়ায় বরেন্দ্রভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ । খনিজ সম্পদের মধ্যে কয়লা, কঠিন শিলা, পিট, চুনা পাথর, চীনামাটি এবং কাঁচবালি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের ভূ-প্রাকৃতিক এ গুরুত্বপূর্ণ বরেন্দ্র অঞ্চলের পরিবেশ আজ বিবিধ কারণে ক্রমাবনতির দিকে ধাবিত হচ্ছে, যার সুস্পষ্ট প্রভাব পড়েছে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার উপর। তাই পরিবেশের বিরুপ প্রতিক্রিয়া ও অবক্ষয় থেকে এ অঞ্চল ও অঞ্চলের মানুষকে রক্ষা করতে এখনই প্রয়োজন ব্যাপক সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা।


No comments:

Post a Comment