Monday, December 16, 2024

স্ট্রিপ ম্যাপ

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার অর্ধ মাইল এলাকাজুড়ে তৈরী করা বিশদ তথ্য সংবলিত মানচিত্রকে স্ট্রিপ ম্যাপ বা সূক্ষ্ম রেখাভিত্তিক মানচিত্র বলা হয়। এ মানচিত্রের স্কেল ১৬ ইঞ্চিতে এক মাইল। বাংলাদেশ-ভারতের মধ্যকার বিদ্যমান সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশের ভারতীয় সীমান্ত অঞ্চলের স্ট্রিপ ম্যাপ স্বাক্ষরের উদ্দ্যেগ নেয়া। এ স্ট্রিপ ম্যাপ গুলো দুই পর্বে স্বাক্ষরিত হয়। পরবর্তীতে বাকী স্ট্রিপ ম্যাপগুলো ভারতে স্বাক্ষরিত হয়। 

সীমান্ত সমস্যা সমাধান বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্যই জরুরী । কেননা এর ফলে উভয় দেশই বিচ্ছিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই এ অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধানে অবশিষ্ট অমীমাংসিত ২ কিমি সীমান্ত দ্রুত চিহ্নিত করে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্ট্রিপ ম্যাপের মাধ্যমে ভারত-বাংলাদেশের জরিপ কর্মকর্তাগণ সীমান্ত জরিপ করেছেন যার মাধ্যমে সঠিক সীমানা চিহ্নিত করে সীমান্ত সমস্যা লাঘব করা যেতে পারে।


No comments:

Post a Comment